রাজ্যের খবর
নাচে গানে তাল মিলিয়ে স্বমহিমায় মমতা, দেখুন সেই ভিডিও …
On Saturday, the Chief Minister held public meetings in Chakdah and Birnagar in Nadia

Truth Of Bengal: নির্বাচনী জনসভায় শনিবার মুখ্যমন্ত্রী নদিয়ার চাকদহ ও বীরনগরের জনসভা করেন। রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে জোড়া সভা করেন। এই কেন্দ্রের একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়। CAA- নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সতর্ক করেন মমতা। বক্তব্য শেষে হরিচাঁদ-গুরুচাঁদকে স্মরণ করেন সেই সঙ্গে তাঁদের বাদ্যযন্ত্রের তালেও তাল মেলান। মমতাবালা ঠাকুরকে সঙ্গে নিয়ে গানের তালে অংশ নেন। দেখুন সেই ভিডিও …