রাজ্যের খবর
Trending

হাসপাতালে কেন্দ্রীয় ভাবে নজরদারি, রোগী পরিষেবায় গাফিলতি নয়, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

Not negligence in patient service, strict action by health department

The Truth Of Bengal : রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের বিরুদ্ধে পরিষেবা নিয়ে রোগীদের বিস্তর অভিযোগ রয়েছে। বিশেষত, আউটডোরের চিকিৎসা পরিষেবা নিয়ে নানা সময়ে নানা অভিযোগ উঠে আসে। সম্প্রতি এব্যাপারে জেলা ভিত্তিক সমীক্ষা চালায় স্বাস্থ্য দফতর। অনেকক্ষেত্রেই রোগীদের অভিযোগের সত্যতা আছে বলে উঠে আসে। বহু সরকারি হাসপাতালে নিয়মিত আউটডোর খোলা হয় না বলে অভিযোগ। কিছু জায়গায় আউটডোর চালু থাকলেও চিকিৎসক আসেন দেরি করে। রোগীদের লম্বা লাইন পড়ে যাওয়ায় অনেক চিকিৎসক তাড়াহুড়ো করে রোগী দেখেন বলেও অভিযোগ।

রোগী পরিষেবায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে করা পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। হাসপাতালের আউটডোর পরিষেবা ঠিক মতো পরিচালনা করা হচ্ছে কিনা তার ওপর এবার কেন্দ্রীয় ভাবে নজরদারি চালাবে স্বাস্থ্য দফতর। এব্যাপারে স্বাস্থ্য ভবন থেকে জেলার হাসপাতালগুলির উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কোনওরকম ঢিলেমি না করে বুধবার থেকেই এই নির্দেশ কার্যকরী করার কথা বলা হয়েছে।  নির্দেশিকায় বলা হয়েছে সকাল ৯টার মধ্যে সরকারি হাসপাতালের আউটডোর খুলতে হবে। নির্দেশ যথাযথ ভাবে পালন করা হচ্ছে কি না, সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে এসএমএস করে জানাতে হবে স্বাস্থ্য ভবনে।

আউটডোরে চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতি সংক্রান্ত তালিকাও ওই সময়েই স্বাস্থ্যভবনকে জানাতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবনে এই রিপোর্ট পাঠানোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। তার কাজ হবে হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো। এই নির্দেশিকা কেউ না মানলে সঙ্গে সঙ্গে বিষয়টি জানাতে হবে। নির্দেশ অমান্য করলে শাস্তির ইঙ্গিত দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় কোনও গাফিলতি চলবে না বলে কার্যত হুঁশিয়ারি দিল প্রশাসন।

 

FREE ACCESS

Related Articles