উত্তর দিনাজপুর সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে বড় দিনের উৎসবে সেজে উঠেছে
North Dinajpur Catheter Charge

The Truth of Bengal: উত্তর দিনাজপুর জেলার ছট পরুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে বড় দিনের উৎসবে সেজেছে। জেলার মানুষের কাছে এই গির্জাটি বড় দিনের উৎসবের প্রধান কেন্দ্র বিন্দু। প্রতিবছর এই গির্জায় বড় দিনের উৎসবে কয়েক হাজার মানুষের সমাগম হয়।
প্রতি বছরের ন্যায় এবছরও সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে সাজসজ্জার কাজ চলছে। গির্জার চারপাশে সাফাই অভিযানের পাশাপাশি বাইরের দেয়ালে সাজসজ্জা করা হচ্ছে। গির্জার ভিতরে বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হচ্ছে।
গির্জার পরিচালক ফ্রান্সিস ব্রহ্মচারী জানান, “বড় দিনের উৎসব উপলক্ষে আমরা গির্জাটি সাজিয়ে তুলছি। প্রতি বছরই আমরা এই কাজ করি। আমাদের লক্ষ্য হল, মানুষ যাতে সুন্দর পরিবেশে বড় দিনের উৎসব উদযাপন করতে পারে।”
তিনি আরও জানান, “প্রতি বছর সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার মানুষের সমাগম হয় গির্জায়। আমরা তাদের জন্য সব ধরনের ব্যবস্থা করেছি।”