রাজ্যের খবর
হয় না দুর্গাপুজো, ১৬০ বছর ধরে বেঙ্গাই গ্রামে চলছে লক্ষ্মীর আরাধনা
No Durga Puja, Lakshmi worship has been going on in Bengai village for 160 years

Truth Of Bengal: আরামবাগ: গোঘাটের প্রত্যন্ত গ্রাম বেঙ্গাই। এই গ্রামে হয় না কোনও দুর্গাপুজো। এখানকার মূল উৎসব লক্ষ্মীপুজো। গত ১৬০ বছর ধরে সমৃদ্ধির দেবীর আরাধনায় ব্রতী গ্রামের মানুষ। প্রথমে মাটির মন্দিরে দেবীর পুজো হতো। এখন গ্রামে গড়ে উঠেছে দেবীর স্থায়ী মন্দির।
গ্রামের মানুষের বিশ্বাস, লক্ষ্মীদেবীর কৃপায় তাঁরা সাবলম্বী হয়েছেন। ধন-সম্পত্তি বেড়েছে। তাই দুর্গাপুজো নয় লক্ষ্মীপুজোর জন্য তাঁদের বছর ভরের অপেক্ষা চলে। কর্ম সূত্রে যাঁরা বাড়ির বাইরে থাকেন, তাঁরা এই সময় ঘরে ফেরেন।
বাড়ির মেয়েরাও শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়ি আসেন। গোটা গ্রাম মেতে ওঠে সমৃদ্ধির দেবীর আরাধনায়। পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলা। প্রতিটি বাড়িতে আসে আত্মীয়-স্বজন। রাতভর চলে দেবীর আরাধনা। আট থেকে আশি সব বয়সের মানুষ এই পুজোয় শামিল হন। দিনদিন আড়ম্বর বাড়ছে এই পুজোর।