জামাইয়ের কাছে ধমক খেয়ে অপমানে আত্মঘাতী শাশুড়ি
Mother-in-law committed suicide after insulting her son-in-law

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : নদিয়ার চাপড়ায় জামাইয়ের বকুনি খেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী শাশুড়ি। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী সূত্রধর বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে।
জানা যায়, গতকাল রাতে শ্বশুর বাড়ি আসে জামাই। এরপর শাশুড়ির সঙ্গে জামাইয়ের তুমুল অশান্তি হয়। তারপর রাতে মেয়ের সাথে তর্ক বিতর্ক করে এরপর রাতে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। শুক্রবার সকালে মেয়ে মাকে ডাকাডাকি করলে মায়ের কোন সাড়া শব্দ না পেয়ে অবশেষে ঘরের ভিতরে ঢুকে দেখে মা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের মেয়ে বলেন, “কয়েক বছর আগে আমার বাবা মৃত্যু হয়েছে। আমার স্বামী মাঝে মাঝে আমার সঙ্গে অশান্তি করত। আমার মায়ের মৃত্যু জন্য দায়ী আমার স্বামী। রাতে আমার সঙ্গে অশান্তি করেছিল আমার স্বামী। তারপর আমার মা এর প্রতিবাদ করায় আমার স্বামীর সাথে তুমুল অশান্তির জেরে মা আত্মহত্যার পথ বেছে নেয়।”
শুক্রবার চাপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য শক্তিনগর জেলা হাসপাতাল পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।