অর্থই অনর্থের মূল! নদিয়ায় গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে আত্ম*হত্যা ১ যুবকের
Money is the root of failure! 1 youth committed suicide by burning a gas cylinder in Nadia

The Truth Of Bengal: অর্থই যত অনর্থের মূল! অথচ নিজের জীবন পরিবার সবকিছু ত্যাগ করে উপার্জন করা অর্থ থাকলো না তার কাছে। রাগে অভিমানের দুঃখে আত্মহত্যা নদীয়ার করিমপুর থানার অন্তর্গত কাগজীপাড়ার বাসিন্দা ৪০ বছর বয়সী অবিবাহিত উত্তম বিশ্বাসের।
এলাকা সূত্রে খবর উত্তম বিশ্বাস নামে এক যুবক দীর্ঘদিন দুবাই ছিলেন পরিবার ছেড়ে। প্রচুর অর্থ উপার্জন করেছিলেন সেখানে কিন্তু অর্থের লোভে অভিজ্ঞতা না থাকলেও নানান রকম ব্যবসায় সমস্ত অর্থ নষ্ট হয়ে যায় অনেকে ধার নিয়ে শোধও দেয় না। অগত্যা নদীয়ায় ফিরে এসে টোটো চালানো শুরু করেন। বাড়ির জায়গা জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিবাদ চলছিলো, পৈত্রিক সম্পত্তির ভাগ চেয়েছিলেন তিনি। বাবার সাথে সামান্য মতান্তর হতেই, আজ সকালে ঘরের দরজা বন্ধ করে গায়ে পেট্রোল মেখে রান্নার গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে আত্মহত্যা করেন।
ভয়ানক আগুন ছড়িয়ে পড়ে সমগ্র ঘরে অবশেষে দমকল দপ্তরের প্রতিনিধিরা এসে সেই আগুন নিয়ন্ত্রণ করে। তাকে উদ্ধার মৃত এবং পোড়া অবস্থায় । মৃতদেহ করিমপুর হাসপাতাল থেকে মৃত্যু নিশ্চিত করে থানায় আসে আগামী কাল ময়নাতদন্তে পাঠানো হবে বলেই জানা গেছে থানা সূত্রে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায় জুড়ে ।
FREE ACCESS