টিউশন যেতে অনিহা, পরিবারের বকুনিতে আত্মঘাতী নাবালক
Minor boy commits suicide after family scolds him for tuition

Truth Of Bengal: টিউশন যেতে অনিহা। তাই পরিবারের বকুনি খেতেই নিল চরম সিদ্ধান্ত। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ১০ বছরের নাবালকের। এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর থানার গেলিয়া গ্রাম পঞ্চায়েতের কারক বেড়িয়া গ্রামে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত নাবালক চতুর্থ শ্রেণীর ছাত্র ইন্দ্রজিৎ দিগার। খেলাধুলায় ব্যাপক আগ্রহ ছিল। আর তাই বাড়িতে এই নিয়ে চলত বকাবকি। শুক্রবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরে ইন্দ্রজিৎ। এরপর টিউশনে না গিয়ে খেলতে চলে যায় সে। বকুনি দেয় পরিবারের লোকজন। সন্ধ্যায় বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ইন্দ্রজিৎ। অনেক খোঁজাখুঁজির পর নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার দেহ। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা ইন্দ্রজিৎকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেয়।
মৃতদেহ নিজেদের হেফাজতে নেয় পুলিশ। শনিবার ইন্দ্রজিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। এই আত্মহত্যার পিছনে শুধু কী বকুনি নাকি অন্য কিছু কারণ রয়েছে তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। স্বাভাবিক ভাবেই ইন্দ্রজিতের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।