রাজ্যের খবর

লালসার শিকার দুই নাবালিকা, গণধর্ষণ ও অশ্লীল ভিডিয়ো করার অভিযোগে গ্রেফতার ৬

ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের।

লোকেশ হালদার, নরেন্দ্রপুর: নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ এবং অশ্লীল ভিডিয়ো করার অভিযোগে গ্রেফতার ছয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অষ্টম শ্রেণীর ছাত্রীকে গনধর্ষণ করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়।

ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বাড়ির কাছে ঘুগনি খেতে বেরিয়েছিল দুই ছাত্রী। দু’জনেই অষ্টম শ্রেণীতে পড়ে। তাদেরকে ঘুরতে যাওয়ার নাম করে শুভ সেনাপতি ও শৌভিক ভদ্র নামে দুই যুবক বাইকে করে নিয়ে যায় ৷ এরা ঘুরতে যাওয়ার নাম করে প্রথমে সাহাপাড়া এলাকায় এক বন্ধুর গ্যারেজে নিয়ে যায় ৷ ঘনশ্যাম ওরফে সত্য গিরি নামে আরেক যুবক তাদেরকে ফাঁকা বাড়িতে নিয়ে যায়৷

প্রসেনজিত মণ্ডল নামে আরও একটি ছেলে আসে সেখানে৷ তাদেরকে সায়ন প্রামানিকের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয়। সায়ন প্রামানিক ও সায়ক দাস এরা দুজনেই বাড়িতে ছিল৷ তারপর ভয় দেখিয়ে জোর করে শৌভিক ভদ্র, প্রসেনজিত মন্ডল, ঘনশ্যাম গিরি ও সায়ন প্রামানিক চারজনে মিলে ধর্ষণ করে ৷ একজনকেই ধর্ষণ করা হয় ৷ অন্য এক নাবালিকার শারীরিক অসুস্থতা থাকার কারণে উলঙ্গ করে ভিডিও তোলা হয় ৷ পরে নির্যাতিতা বাড়িতে এসে বিষয়টি জানায়। অভিযোগ দায়ের হয় নরেন্দ্রপুর থানায়। ঘটনার তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কারও বক্তব্য মেলেনি।

Related Articles