রাজ্যের খবর

নিজেই নিজের হাত-পা বেঁধে পুলিশকে খবর, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Man ties his own hands and feet, informs police, investigation reveals shocking information

Truth Of Bengal: সকাল সকাল হেনস্থা হল পুলিশ মহল। বেলুড় থানার অন্তর্গত টিফিন বাজার এলাকার এক বাড়িতে ডাকাতির খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর প্রশাসনের তরফে জানতে পারা গেছে বাড়ির মালিকই নিজেকে ঘরের মধ্যে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে খবর দিয়েছিল পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে তার এই ছক ধরতে পারে পুলিশ।

সকাল ৬টা নাগাদ প্রদীপ্ত ঘোষাল নামের এক ব্যক্তি নিজের শিষ্যকে ফোন করে বাড়িতে ডাকেন এবং যখন সে মুখ থেকে সেলোটেপ খুলে দেয় তখন তাকে সে বলে যে আবার মুখ বন্ধ করে ছবি তুলে পুলিশকে ফোন করতে। তারপরেই নড়ে-চড়ে বসে পুলিশ প্রশাসন এবং চাঞ্চল্য ছড়ায় পুরো বেলুড় এলাকায়। ঘটনা স্থলে আসে পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।

পরে পুলিশ সূত্রে জানা যায় যে ওই লোকটির প্রচুর ধার দেনা রয়েছে। কার্যত তার চাপে পড়েই সে এই ছকটা করেছে এবং বাড়ির লোকের অভিযোগ যে, তার বয়স ৫৫ বছর তাই সে নাকি এরকম কাজ করতে পারেনা। তার পরিবারের তরফে আরো জানানো হয়েছে যে, সে বাজারে অতিরিক্ত ধারদেনা করে ফেলেছে। পুরো বিষয়টির তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।

Related Articles