Lok Sabha Election 2024 : কৃষ্ণনগরের ভোট প্রচারে মমতা, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোর
Lok Sabha Election 2024 : Mamata in Krishnanagar election campaign, strong in fight against BJP

The Truth Of Bengal : লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চোটের কারণে এতদিন নির্বাচনী প্রচারের ময়দানে দেখা মেলেনি তৃণমূল সুপ্রিমোর। তবে এবার সুস্থ হওয়ার পর রবিবার মহুয়ার কেন্দ্র অর্থাৎ কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে প্রচার পর্ব শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী।
সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রচার পর্ব একেবারেই তুঙ্গে। আর লোকসভা নির্বাচনে বাংলার ৪২ এ ৪২ আসন অর্জনকে পাখির যোগ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। বাংলাকে বিজেপি শাসনের হাত থেকে রক্ষা করতে তৎপর তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন মহুয়া মৈত্র। এবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। রবিবার সকাল 11 টা নাগাদ কৃষ্ণনগরে সভার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে নামটা চলেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। চৌঠা এপ্রিল মাল থেকে প্রচার পর্ব শুরু করে ৫ই এপ্রিল জলপাইগুড়ি টাউনে জনসভা করার কথা মমতার। এরপর ১৩ এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ী এবং ১৬ এপ্রিল ধুপগুড়িতে প্রচার পর্ব সারবেন তৃণমূল সুপ্রিমো। তবে তার আগে কৃষ্ণনগরে ধুবুলিয়া থেকে নির্বাচনের জন্য কি বার্তা দেন তৃণমূল নেত্রী সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।