রাজনীতিরাজ্যের খবর
Trending

কোর্টে কালো গাউন পরে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন ঘটনার কথা মনে করালেন তিনি?

Mamata Banerjee, today she is the Chief Minister of the state, and she is also the All India President of the Trinamool.

The Truth Of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার তিনি তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী। পাশাপাশি তিনি একজন আইনজীবীও তবে রাজনৈতিক ব্যস্ততা, প্রশাসনিক ব্যস্ততায় গায়ে গাউন পরে আর তাঁর আদালতের কক্ষে সওয়াল করতে দেখা যায় না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেক ঘটনার সাক্ষী যেখানে গাউন পরে কোর্ট থেকে ছাড়িয়ে এনেছিলেন নিরপরাধ অনেককেই।

বালুরঘাটের তপনে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এরকম একটি ঘটনা মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন তিনি তখন ছাত্র পরিষদ করতেন, সেই সময় বালুরঘাটের কুমারগঞ্জে এক শিক্ষক হত্যার ঘটনায় প্রায় শতাধিক ছাত্রকে গ্রেফতার করে রাখা হয়েছিল। রাজ্যে তখন সিপিএমের শাসন। ওই নিরাপরাধ ছাত্রদের জেল থেকে বের করে আনতে তিনি নিজেও কোর্টে গাউন পরে সওয়াল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেই রাতের বেলায় দলের নেতা বিপ্লব মিত্রকে সঙ্গে নিয়ে বিশিষ্ট আইনজীবী সংকর চক্রবর্তীর বাড়িতে ছুটে গিয়েছিলেন। ওই ছাত্রদের হয়ে আইনি লড়াই লড়তে রাজি করিয়েছিলেন।

একইসঙ্গে মমতার সংযোজন, শঙ্কর চক্রবর্তীর সঙ্গে তিনি নিজেও ওই কোর্টের আইনজীবী সুভাষ চাকীর গাউন জোগাড় করে গায়ে পড়ে নিয়েছিলেন। অন্যান্য আইনজীবীদের সঙ্গে তিনিও ওই মামলায় সওয়াল করেন। এবং গ্রেফতার হওয়া ছাত্রদের সেদিন ছাড়িয়ে নিয়ে এসেছিলেন আইনি লড়াই লড়ে। সেদিনের সেই ঘটনা তৃণমূলের অনেক নেতার জানা আছে। বিপ্লব মিত্র থেকে শুরু করে জেলার অনেক নেতা সায় দেন মমতার কথায়। সেইসঙ্গে অবাক হন এত বছর আগের কথা হুবহু মনে রাখার জন্য।

 

Related Articles