রাজ্যের খবর

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মালদার বিজেপি নেতা দেবাশিস মণ্ডল

Malda BJP leader Debashis Mondal arrested with firearms

The Truth Of Bengal :  অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিজেপির এক পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদায়। শুধু বিজেপি প্রধানই নয় এছাড়াও আরো পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

জানা যায়, মালদা জেলার অন্তর্গত মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ মন্ডলকে বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর শনিবার সকালে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায়। গোপনে অভিযান চালিয়ে বিজেপি প্রধানসহ ৬ জনকে গ্রেফতার করে। তাদের কাছে তল্লাশি চালালে একটি সেভেন এমএম পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন সহ ২টি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যেই ওই ৬ জন হয়তো আম বাগানে জড়ো হয়েছিল। তবে কোথা থেকে এল এই বিপুল আগ্নেয়াস্ত্র? কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি জড়ো করা হয়েছিল এই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই সম্পূর্ণ ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।

Related Articles