ঝাড়খণ্ডে অতি বৃষ্টির জের প্রচুর জল ছাড়া হল DVC থেকে পাঁচ জেলাকে সতর্ক থাকার নির্দেশ
Maithon Dam

The Truth of Bengal: বরাকর ও দামোদর নদের উচ্চ উপত্যকায় বিশেষত ঝাড়খণ্ড ও বাংলা সীমান্ত গত দুইদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে পাঞ্চেত ও মাইথন জলাধারে জলধারণ মাত্রা বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। বিপত্তি এড়াতে ডিভিসির মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হল জল। মাইথন থেকে প্রায় ৩০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে প্রায় ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
মাইথনে মোট পাঁচটি লক গেট খোলা হয়েছে। জল ছাড়ায় দামোদরের নিম্ন উপত্যকায় জনজীবনে প্রভাব পড়তে পারে। তাই সতর্ক নজর রাখছে প্রশাসন। চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারেজেও। দুর্গাপুর ব্যারেজ থেকেও শুরু হয়েছে জলছাড়া। এখনও পর্যন্ত ৭৫০০০ কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকলে হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিতে পারে। তাই পাঁচ জেলার জেলাশাসককে আগাম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সেক্ষেত্রে প্রয়োজন হলে আরও জল ছাড়া হতে পারে ডিভিসি-র জলাধার থেকে। জল ছাড়া কারণে দামোদরের নিম্ন উপত্যকায় জনজীবনে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্য জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা পুরো বিষয়টির ওপর নজর রাখছেন।
Free Access