রাজ্যের খবর

মা বয়রা কালীমন্দিরে মহাপুজোর আয়োজন , জানুন এর বিশেষত্ব

Ma Boyra Kalimandir organizes Mahapuja, know its speciality

The Truth of Bengal, উত্তর দিনাজপুর, সত্যেন মহন্ত : কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রাকালীর মন্দিরে অষ্টধাতুর মাতৃমূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ বাৎসরিক মহাপুজা অনুষ্ঠিত হল শনিবার। প্রতিবছর চৈত্রমাসের ২৩ তারিখ রাতে এই মা বয়রা কালীমন্দিরে এই বিশেষ বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে এই দিনে কালিয়াগঞ্জের মা বয়রা কালীমন্দিরে অষ্টধাতুর পূর্নাবয় মাতৃ মুর্তির প্রতিষ্ঠা হয়েছিল। এই বিশেষ বাৎসরিক মহাপুজা উপলক্ষে ফুলমালা এবং রঙিন আলোয় সাজানো হয়েছে মন্দির। শনিবার সন্ধ্যার আঁধার নামতেই মা বয়রা কালীর ভক্তদের ভীড়ে জমজমাট হয়ে উঠেছিল মন্দির প্রাঙ্গণ।
কালিয়াগঞ্জের প্রসিদ্ধ এই মা বয়রা কালীর মহাপুজোর নিজস্ব কিছু রীতি আছে। ফল, মিষ্টান্ন ছাড়াও শাল, শোলের মতো পাঁচ রকম মাছের ভোগ নিবেদন করা হয়। পশুপ্রেমী সংগঠনগুলোর আবেদন মেনে কয়েকবছর ধরে মা বয়রা কালীমন্দিরে পাঁঠা ও কবুতর বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার মতোই চৈত্র মাসে মা বয়রার অষ্টধাতুর মাতৃ মূর্তি প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ মহাপূজা ঘিরে উৎসবের আবহ দেখা যায় মন্দির প্রাঙ্গণে। মা বয়রার এই বিশেষ বাৎসরিক মহাপূজার কালিয়াগঞ্জের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।