২৪বছর পর মাকে ফিরে পেলেন লাভপুরের ষষ্ঠী
Lovepur's Shashti reunites with her mother after 24 years

অবশেষে দীর্ঘ ২৪বছর পর মায়ের সঙ্গে দেখা হল ছেলের। ধূসর স্মৃতি হয়ে থাকা মাকে রাজস্থানের ভরতপুরে গিয়ে স্বচক্ষে দেখে আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না লাভপুরের লাঘাটা গ্রামের ষষ্ঠী হেমব্রম। আনন্দাশ্রু গড়িয়ে পড়ল তাঁর মা রুপালি হেমব্রমের চোখ থেকেও। ছেলের কাছে মাকে ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তিনি ও তৃণমূলের আদিবাসী সেলের লাভপুর ব্লক সভাপতি নাড়ু মুর্মু এই আবেগঘন মুহূর্তের সাক্ষী রইলেন।
ঘটনার সূত্রপাত ২৪ বছর আগে। লাভপুরের লাঘাটা গ্রামের রুপালি হেমব্রম স্মৃতিভ্রষ্ট হয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ঘুরতে ঘুরতে তিনি রাজস্থানের ভরতপুরের একটি আশ্রমে আশ্রয় নেন। গত মঙ্গলবার রুপালিদেবীর স্মৃতি ফিরে এলে তিনি আশ্রম কর্তৃপক্ষকে তাঁর বাড়ির ঠিকানা বলেন। আশ্রম কর্তৃপক্ষ সেইমতো সোশ্যাল মিডিয়ায় লাঘাটার এক হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ওই হোটেল মালিকের মাধ্যমে ভিডিও কলে মা ও ছেলে একে অপরকে দেখে চিনতে পারেন। এরপর মাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য ষষ্ঠীবাবু বিধায়কের দ্বারস্থ হন।
তার পরিপ্রেক্ষিতে বুধবার ষষ্ঠীবাবু ও নাড়ু মুর্মুকে নিয়ে অভিজিৎবাবু রাজস্থান রওনা হন। এরপর বৃহস্পতিবার ভরতপুরে দীর্ঘ সময় পর মা-ছেলের সাক্ষাৎ হয়। ২৪বছর পর মাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত ষষ্ঠীবাবু বলেন, আর কখনও মাকে চোখের আড়াল করব না। এবিষয়ে অভিজিৎবাবু বলেন, ওই দুঃস্থ আদিবাসী পরিবারের পাশে থাকতে পেরে ভালো লাগছে। ষষ্ঠী আবার তাঁর মাকে ফিরে পেয়েছে। এর থেকে ভালো খবর আর কিছু হয় না।