Lok Sabha Election 2024 : গরমে হাঁসফাঁস অবস্থা , ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের
Lok Sabha Election 2024 : Special Provisions Commission for Voters

The Truth Of Bengal : লোকসভা নির্বাচন শুরু। চলবে জুন মাস পর্যন্ত। এই আবহে দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এর মাঝে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর । এ অবস্থায় সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে বা অত্যাধিক গরমের মধ্যেও ঠিকমতো যাতে ভোট দিতে পারে সে কারণে নির্বাচন কমিশন বিশেষ গাইড লাইন দিল।
কমিশনের তরফে প্রতিটি রাজ্যের সিইওদের এই গাইডলাইন দেওয়া হয়েছে। মূলত ভোটারদের কি কি সুবিধা মিলবে তা এখানে বলা হয়েছে। যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন , তাদের মাথার উপর ছাওনি থাকবে । তাছাড়া মায়েরা শিশুদের নিয়ে ভোট দিতে গেলেও থাকবে বিশেষ ব্যবস্থা। সঙ্গে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখতে হবে। জল খাওয়ানোর জন্য গ্লাসও রাখতে হবে ।
ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্টদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে বলে কমিশন জানিয়েছে। তার পাশাপাশি টেবিল ,চেয়ার , বেঞ্চ রাখতে হবে। প্রতিবন্ধি ও ষাট উত্তীর্ণ ভোটারদের জন্য বসার ব্যবস্থা রাখা হবে।