মসনদের লড়াইরাজ্যের খবর

Lok Sabha Election 2024 : চতুর্থ দফা ভোটের দিন জোড়া সভা মমতার

Lok Sabha Election 2024 : Fourth phase of polling day Jora Sabha Mamata

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। সোমবার অর্থাৎ আজ চতুর্থ দফায় ৮ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। কড়া নিরাপত্তায় শুরু হল ভোটগ্রহণের পর্ব। চতুর্থ দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশি নিরাপত্তা রয়েছে। সিসিটিভি নজরদারি চালাচ্ছে প্রতিটি বুথে। তৈরি কুইক রেসপন্স টিম। প্রতিটি বুথে ওয়েব কাস্টিং। নির্বাচন কমিশন সরাসরি নজরদারি চালাবে। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। সেই মতোই প্রত্যেক লোকসভা কেন্দ্রে একেবারে ঝাপিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস। বিজেপিকেও করা হচ্ছে তুলোধনা। বিজেপি ও সোচ্চার হচ্ছে পাল্টা প্রচারে। এই পরিস্থিতিতে যখন রাজ্য রাজনীতি একেবারেই সরগরম ঠিক সেই আবহে আজ চতুর্থ দফার ভোটের দিনেই রাজ্যের দুটি লোকসভা এলাকায় ভোটের নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভাটি রয়েছে ব্যারাকপুর লোকসভা এলাকার নোয়াপাড়া বিধানসভায়। সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার করবেন তিনি। অপরদিকে এই আসনে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ অর্জুন সিংহ।

এই সভার শেষে তৃণমূল সুপ্রিমোর গন্তব্য হবে নদিয়া জেলার গয়েশপুর। সেখানে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচার করবেন তিনি। এই আসনে তৃনমূলের বিপরীতে প্রার্থী হলেন বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর।

Related Articles