গঙ্গাসাগরে বেহাল রাস্তার শিলন্যাস, খুশি এলাকাবাসী
Locals rejoice over poor road collapse in Ganga Sagar

Truth of Bengal: সৌরভ নস্কর, গঙ্গাসাগর: গঙ্গাসাগরের কচুবেড়িয়া আশ্রম মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তাটি অবশেষে সংস্কারের পথে। বর্ষাকালে জল জমে যাতায়াতে ভীষণ সমস্যায় পড়তেন এলাকার বাসিন্দারা। ছাত্রছাত্রীদের স্কুলে যেতে, রোগীদের হাসপাতালে নিয়ে যেতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই রাস্তা। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও মিলছিল না কোনো স্থায়ী সমাধান।
অবশেষে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার হস্তক্ষেপে সমস্যার সমাধান সূত্রপাত হলো। এলাকাবাসীদের অভিযোগ শুনে তিনি আশ্বাস দিয়েছিলেন দ্রুত কাজ শুরু হবে। সেই অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে মোট ২৬৯০ মিটার দীর্ঘ কংক্রিটের রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ একাধিক জনপ্রতিনিধি। রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসীরা। বহুদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা মন্ত্রী এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এখন সকলের আশায়, দ্রুত কাজ শেষ হয়ে এলাকায় যাতায়াতের উন্নতি ঘটবে এবং আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।