রাজ্যের খবর

বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, পুলিশের জালে ১

Large quantity of weapons recovered, 1 arrested by police

Truth Of Bengal: বাসন্তী ও জয়নগরের পর এবার মগরাহাট। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল ডায়মন্ড হারবার পুলিশ। সেই সঙ্গে এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র মজুত রেখে তা সরবরাহ করা হতো বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। ধৃত ব্যক্তি এর আগেও পুলিশি জালে ধরা পড়েছিল। ৬ বছর জেলও খাটে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের বাকিপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার অঙ্গনবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। একটি বাড়ির মধ্য থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দেব জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি ওয়ান সাটার পিস্তল, একটি পাইপগান ও ৪১ রাউন্ড গুলি। এই ঘটনায় আব্দুল্লাহ লস্কর ওরফে বাবলু নামে এক দুঃস্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই দুষ্কৃতি এর আগেও একাধিক অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল। বেআইনি অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছিল। ছ’বছর জেলবন্দি ছিল ওই দুষ্কৃতী। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের অপরাধ জগতে ঢুকে যায় সে। এবার বিপুল পরিমাণ অস্ত্র সহ ধরা পড়ল পুলিশের জালে। তবে সেখানে অস্ত্র তৈরি হতো না, সাপ্লাই হতো বলে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ও জয়নগর এলাকা থেকেও প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। মগরাহাটের সঙ্গে বাসন্তী ও জয়নগরের কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রে আরও কারা কারা জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles