Kanchenjunga Express : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মাল গাড়ির ধাক্কা
Kanchanjunga Express : Kanchenjunga Express was hit by a freight car

The Truth Of Bengal : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মাল গাড়ির ধাক্কা। বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুটি কামরা। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেলাইনের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। ওই লাইনে বন্ধ ট্রেন চলাচল। সকাল পৌনে নটা নাগাদ নিউজ জলপাইগুড়ি রাঙাপানি দুর্ঘটনাটি ঘটে। হতাহতের কোন খবর নেই। লাইনচ্যুত হয়ে উল্টে যায় পিছনের দুটি কামরা। উদ্ধার কার্যে রেলের আধিকারিকরা।
Shocked to learn, just now, about a tragic train accident, in Phansidewa area of Darjeeling district. While details are awaited, Kanchenjunga Express has reportedly been hit by a goods train. DM, SP, doctors, ambulances and disaster teams have been rushed to the site for rescue,…
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2024
সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মালগাড়ির দুটি বগি ছিটকে গিয়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় এক্সপ্রেসের কামরা। তীব্র আবার শুনতে পায় স্থানীয়রা। এরপরই ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় মানুষরা। সিগনালিং সিস্টেমের গাফিলতি নাকি অন্য কোন কারন? তার তদন্তে নেমেছে রেল। উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগের বিঘ্ন ঘটার আশঙ্কা। দুর্ঘটনার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে উঠেছেন যাত্রীদের পরিবার। খোঁজখবর নিতে শুরু করেছেন। দুর্ঘটনাগ্রস্থ ওই দুটি বগিতে যেসব যাত্রীরা ছিলেন তাদের পরিবার বর্গ চরম দুশ্চিন্তায়। অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। দুর্ঘটনার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট ক্রেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার কথা জেনে তিনি হতবাক। উদ্ধারকার্যের জন্য চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এখনও পর্যন্ত আহতের সংখ্যা প্রায় ২৫-৩০। তবে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের এমনটাই সূত্রের খবর। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
The railway accident in West Bengal is saddening. Condolences to those who lost their loved ones. I pray that the injured recover at the earliest. Spoke to officials and took stock of the situation. Rescue operations are underway to assist the affected. The Railways Minister Shri…
— Narendra Modi (@narendramodi) June 17, 2024