রাজ্যের খবর
রেল লাইনের উপর থেকে উদ্ধার ক্ষত বিক্ষত মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
Injured body recovered from railway tracks, in sensitive area

Truth Of Bengal: রেল লাইনের উপর থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রামপুরহাট শহরে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের ভাগারপাড়া পাম্পুতলার রেল লাইনের উপরে। শনিবার গভীর রাতে রামপুরহাট রেলস্টেশন থেকে তারাপীঠ রেল স্টেশন যাওয়ার পথে ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়েরা। এরপর তারা খবর দেয় পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই দেহটিকে উদ্ধার করে। তারা জানিয়েছে যেই ব্যক্তির দেহ মিলেছে তার নাম ও কোনরকম পরিচয় এখনও পর্যন্ত মেলেনি। তবে এবার ওই ব্যক্তির দেহটিকে ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকেরা। কিন্তু কে ওই ব্যক্তিটি আর কিভাবেই বা এমন ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।