ভারত-মার্কিন যৌথ উদ্যোগে বাংলায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, হবে কর্মসংস্থান
India-US joint venture Semiconductor plant in Bengal, will create employment

Truth Of Bengal: আমেরিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির ঘোষণা করেছেন। এই প্ল্যান্টটি ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে। প্রকল্পের ঘোষণা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বসিত হয়েছেন এবং ফেসবুকে দুই রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় এই কারখানা তৈরির জন্য সমস্ত রকম সহযোগিতা করবে। মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে আলোচনা হয়েছে এবং বেঙ্গালুরুতে একটি টিম পাঠানো হয়েছে। জমি প্রস্তুত রাখা হয়েছে।
মুখ্যসচিব আরও জানিয়েছেন, লুলু গ্রুপ আসছে এবং তাদের জন্য জমি রাখা হয়েছে। বিশ্ব বাংলা সম্মেলন আগামী ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং তার আগে জানুয়ারিতে এই বিষয়ে একটি বৈঠক হবে। এই প্রকল্প থেকে প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
আমেরিকা সফরে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন এবং এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনার চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির বিষয়টিও আলোচনায় এসেছে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, কলকাতায় কারখানা তৈরিতে ‘ভারত সেমি’, ‘থার্ডআইটেক’, এবং ‘ইউএস স্পেস ফোর্স’ নামে তিনটি সংস্থা কাজ করবে। এই প্রকল্পের ফলে দুই দেশের কর্মসংস্থান এবং গবেষণা ক্ষেত্রে উন্নতি হবে। ‘গ্লোবাল ফাউন্ডারিজ’ নামে নিউ ইয়র্কের একটি সংস্থা এই প্রকল্পে সহায়তা করবে, যা মূলত সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করে।