রাজ্যের খবর

জেপিসির রাজ্য সফর বয়কট ইন্ডিয়া জোটের, ঘোষণা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

India Alliance to boycott JPC's state visit, announces MP Kalyan Banerjee

Truth Of Bengal: আসন্ন পাঁচ রাজ্যের সফর বয়কটের সিদ্ধান্ত নিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ভুক্ত দলগুলি। বৃহস্পতিবার এই ঘোষণা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ওয়াকফ বিল সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) সদস্য। তার সঙ্গে ছিলেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক নাদিমুল হক।

জানা গেছে, আগামী শনিবার গুয়াহাটি থেকে সফর শুরু করবে জেপিসি। ছয় দিনের মধ্যে পাঁচটি শহরে বৈঠক করার পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, ভুবনেশ্বর, পটনা, এবং লখনউ। তবে কল্যাণের অভিযোগ, ‘‘ওয়াকফ বিষয়টি নিয়ে অযথা তাড়াহুড়ো করছেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। ঝাড়খণ্ড-মহারাষ্ট্রে ভোট, আমাদের রাজ্যে উপনির্বাচন আছে, এ অবস্থায় এই সফর কীভাবে সম্ভব?’’

৩ নভেম্বর, বিরোধী সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জেপিসির চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান। কল্যাণ আরও বলেন, ‘‘জেপিসির বৈঠক সপ্তাহে দু’দিন, নয় ঘণ্টা ধরে চলে। এতে আমরা অন্য কোনো কাজ করতে পারছি না, এমনকি স্থায়ী কমিটির বৈঠকেও যোগ দিতে পারছি না। তার মধ্যে আবার এই সফরের সূচি দেওয়া হয়েছে।’’

লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ জানান, কংগ্রেস, ডিএমকে, শিবসেনা (উদ্ধব), এনসিপি (পওয়ার), এবং জেএমএম-এর সাংসদেরাও এই সফর বয়কট করবেন।

এর আগে মুম্বই, আহমেদাবাদ, হায়দরাবাদ এবং চেন্নাই সহ বিভিন্ন শহরে জেপিসির সফরের অভিজ্ঞতা তুলে ধরে কল্যাণ বলেন, ‘‘মিটিংয়ের কারণে নাওয়া-খাওয়ার সময়ও পাচ্ছি না। এক শহর থেকে অন্য শহরে দৌড়াতে হচ্ছে।’’ তার অভিযোগ, ওয়াকফ নিয়ে যাদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, তাদের বেশিরভাগেরই কোনো ভূমিকা নেই। তৃণমূলের দাবি, মতামত কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।

শীতকালীন অধিবেশনে রিপোর্ট জমা দিতে জেপিসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কল্যাণ বলেন, ‘‘আগের অনেক জেপিসি রিপোর্ট দিতে অতিরিক্ত সময় পেয়েছে, কিন্তু ওয়াকফ নিয়ে তাড়াহুড়ো করে মনগড়া রিপোর্ট দেওয়া হচ্ছে।’’

বিরোধী দলগুলির এই সিদ্ধান্তের মাধ্যমে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকার এবং জেপিসির প্রতি অসন্তোষ প্রকাশ পেল।

Related Articles