আবারও শহরে আয়কর হানা, উদ্ধার কয়েক কোটি টাকা
Income tax attack in the city again, several crores of rupees recovered

The Truth Of Bengal : ফের শহরের একাধিক জায়গায় হানা আয়কর দফতরের। আয়করের তল্লাশিতে উদ্ধার মোট নগদ ২ কোটি ৭০ লক্ষ টাকা। সোমবার আয়কর কর্তারা অনলাইন বেটিং গেমে যুক্ত থাকা এক সংস্থার কর্তার বাড়ি ও তাঁর ছেলের বাড়িতে হানা দেন। শুধু তাই নয় এদিন শহরের একটি নাম করা পাবেও হানা দেন তারা। মোট ১০ জায়গায় হানা দেয় আয়কর বিভাগ।
নির্বাচনী আবহে এমনিতেই উত্তপ্ত গোটা বাংলা। অন্যদিকে আবার চলছে আইপিএল। এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বসছে জুয়ার আসর। সুত্রের খবর, বেনামী অ্যাকাউন্ট ও ইউপিআই ব্যবহার করে টাকার লেনদেন চলছে। এই খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় হানা দেয় আয়কর দফতর। একটি মশলা ও গুটখা নির্মাতা এক সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। উদ্ধার হয় আড়াই কোটি টাকার অলঙ্কার ও নগদ ৭০ লক্ষ টাকা। আয়কর ফাঁকির অভিযোগে তল্লাশি চালানো হয়।
আইপিএম ঘিরে উন্মাদনা যত বাড়ছে, ততই সক্রিয় হয়ে উঠছে জুয়া চক্র। সেই সূত্রে নানা জায়গায় চলছে হানা। শুধু তাই নয় উদ্ধার হচ্ছে বিপুল অঙ্কের টাকা। এখন আবার বিভিন্ন বেটিং অ্যাপের মাধ্যমে চলছে জুয়া। সেখানে লেনদেন হচ্ছে বিপুল টাকা। সব নজর রাখছে আয়কর দফতর।