রাজ্যের খবর
তীব্র দাবদাহে হাতে শরবত, ফল! রাস্তায় দাঁড়িয়ে পথচারী! অভিনব উদ্যোগ মহিলাদের
In the hands of intense pressure, syrup, fruit! Pedestrian standing on the street! Innovative initiative women

The Truth Of Bengal : তীব্র গরমে পথ চলতি মানুষদের পিপাসা মেটাতে অভিনব উদ্যোগ দেখা গেল সিউড়ির ১৮ নম্বর ওয়ার্ডের হাটজন বাজার এলাকার কলোনির মহিলাদের। এই এলাকার উপর দিয়ে প্রতিদিন দূর দুরান্ত থেকে আসা দিনমজুররা এক জায়গা থেকে অন্য জায়গা কাজের জন্য যান। এরই পরিপ্রেক্ষিতে ওই এলাকার মহিলাদের তরফ থেকে এদিন ঠান্ডা পানীয় (শরবত) ও ফল তুলে দেওয়া হল পথ চলতি মানুষদের হাতে। যাতে করে ঐ পথ চলতি মানুষেরা এই গরম থেকে কিছুটা হলেও রেহাই পান তার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।