রাজ্যের খবর

রামনবমীতে ফের সৌহার্দের নজির বাংলায়, বোলপুরে হিন্দু-মুসলিম একত্রিত হয়ে রামনবমী পালন

In Bengal, Hindu-Muslims celebrate Ramnavami together in Ramnavami.

The Truth Of Bengal :  সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আবহে তৃণমূল কংগ্রেস বা বিজেপি, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। কিন্তু এ সবের মধ্যে সব জেলাকে ছাপিয়ে বুধবার বড় উদাহরণ তৈরি করল বোলপুরের বাইপাসের জিলিপিতলা এলাকা। এই এলাকায় সৌহার্দ্যের আবহে হিন্দু-মুসলিম একসঙ্গে রামনবমী পালন করলেন। রামের পুজোতে মেতে উঠলেন ওমর শেখ, আব্দুল রহিম, আব্দুল কালাম আজাদ,আজার উদ্দিন খান,নইম উদ্দিন খানেরা। মূলত বোলপুরে ১৫ নং ওয়ার্ডের তৃনমূলের কাউন্সিলর ওমর শেখের নেতৃত্বে রামনবমীর পুজোর আয়োজন করা হয়। সেখানেই হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মেতে উঠলেন ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা।

রামনবমী উপলক্ষে রামের পুজোর যেমন প্রসাদ খান ওমর শেখ, আব্দুল রহিম, আব্দুল কালাম আজাদ,আজার উদ্দিন খান,নইম উদ্দিন খানেরা ,ঠিক তেমনিই হোম যজ্ঞের তিলকও নিতে দেখা যায় তাদের।

Related Articles