রাজ্যের খবর

নদীর চর দখল করে অবৈধ নির্মাণ, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

Illegal construction

The Truth of Bengal: বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইছামতি নদী। আজ সেই নদীর নব্যতা যেমন হারাচ্ছে অন্যদিকে চরিত্র বদল ঘটছে। ফলে এক পাড় ভাঙছে আর এক পাড় গড়ছে। আর ঠিক সেই সুযোগে বসিরহাটের রেজিস্ট্রি অফিস মোড় চত্বরে ইছামতির চর দখল করে ঝাঁ চকচকে চারতলা বিল্ডিং বানাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। ফলে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়তে পারে শহর বসিরহাট। নদীর চরে এই নির্মাণ গড়ে ওঠায় চিন্তিত এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা নদীর চরিত্র পরিবর্তন, অবৈধ নির্মাণ ও নদীর বাস্তুতন্ত্র নষ্টের মতো ঘটনার অভিযোগ করেছেন বসিরহাটের মহকুমা শাসকের দফতরে। সুন্দরবন নদী বাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির কার্যকরী সভাপতি অজয় বাইন জানিয়েছেন এমন নির্মাণ চলতে থাকলে একদিন এখানে বিপদ নেমে আসতে পারে। এই বিষয়ে পুরসভার কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।

অভিযোগ বিশেষ কমিটি গড়ে তদন্ত শুরু কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার উপ-পুরপ্রধান সুবীর সরকার।বসিরহাটের মহকুমা শাসকের দফতরে এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে প্রশাসন। জানিয়েছেন মহকুমাশাসক আশিস কুমার। পরিবেশকে বাঁচাতে ইছামতি নদীকে যেভাবেই হোক বাঁচাতে হবে। না হলে একদিকে পরিবেশ দূষণ অন্যদিকে বসিরহাট শহর যে কোনও সময় জলের তলায় চলে যেতে পারে। তাই অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করার দাবি উঠেছে। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।

Related Articles