“বাড়ি থেকে টেনে বের করে মারব”! ‘চোদ্দো পুরুষ’ বিতর্কের পরেও বেলাগাম দিলীপ
"I will drag him out of the house and beat him up"! Dileep still in Belagam even after the 'Choddo Purush' controversy

Truth Of Bengal: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। রাস্তা উদ্বোধনে গিয়ে এক মহিলার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় তিনি কুরুচিকর মন্তব্য করেন, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তবে এসবের মাঝেও নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। এবার আরও একধাপ এগিয়ে গিয়ে তিনি বাড়ি থেকে টেনে বের করে মারধরের হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার সকালে খড়গপুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “মেজাজ হারাইনি। মেজাজ ঠিক রেখেই বলছি। যা বলেছি, ঠিক বলেছি। কোনটা কুকথা, কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব।” তিনি সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “হেডলাইন করুন, এরপর ওরা বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারব নাহলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।”
“বাড়ি থেকে টেনে বের করে মারব”! ‘চোদ্দো পুরুষ’ বিতর্কের পরেও বেলাগাম দিলীপ pic.twitter.com/dcJ5u886XQ
— TOB DIGITAL (@DigitalTob) March 22, 2025
শুক্রবার সকালে খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধনে যান দিলীপ ঘোষ। তখন এক মহিলা প্রশ্ন করেন, “হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না।” এই প্রশ্ন শুনে ক্ষিপ্ত হয়ে তিনি জবাব দেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।” এতে ক্ষুব্ধ হয়ে ওই মহিলা বলেন, “আপনি বাপ তুলে কেন কথা বলছেন?” উত্তরে দিলীপ ঘোষ আরও জোর গলায় বলেন, “চোদ্দো পুরুষ তুলব।”
এরপর বিতর্ক বাড়তে থাকলে মহিলা আরও বলেন, “কেন, কে অধিকার দিয়েছে?” দিলীপ ঘোষ বলেন, “বেশি ন্যাকামি করছে। টাকা দিয়েছি। ভিখারি পার্টি নই।” মহিলার অভিযোগ, দিলীপ ঘোষ তাঁকে গলা টিপে দেওয়ার হুমকিও দেন। এই ঘটনার প্রতিবাদে মহিলারা দিলীপ ঘোষের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি টাকা দিয়েছি। আমি উদ্বোধন করব। কাউন্সিলর কেন আসেননি? এতদিন কেন রাস্তা হয়নি? সে প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিচ্ছে আর ঘেউ ঘেউ করছে।” তিনি আরও বলেন, “যারা ঘেউ ঘেউ করবে, তাদের বাপ তুলেই বলব। ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না আর ঘেউ ঘেউ করে।”
দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বর্তমানে বঙ্গ বিজেপি অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। তার মধ্যে দিলীপ ঘোষের এই আচরণ দলকে আরও অস্বস্তিতে ফেলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তার এই মন্তব্যের জন্য হয়তো দলীয়ভাবে শাস্তির মুখে পড়তে পারেন তিনি। তবে এ নিয়ে এখনই ভাবতে নারাজ দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “দিলীপ ঘোষ এই মেজাজেই কথা বলবে। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না।”
এই ঘটনার বিরোধিতা করে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “অসভ্য কথার প্রতিযোগিতা চলছে। বিজেপি তো আর পার্টি নেই, সার্কাস হয়ে গেছে।” এই বিতর্কের পরিপ্রেক্ষিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, তা এখন দেখার বিষয়।