রাজ্যের খবর

দেড় দিন জল নেই হাওড়ায়, ১৫ টি জলের গাড়ি পাঠাল পুরসভা

Howrah Municipal Corporation sends 15 water vans without water for 1.5 days

Truth Of Bengal: ফেটে যাওয়া পাইপ মেরামত করতে গিয়ে ঘটল বিপত্তি। প্রায় দেড়দিন ধরে নির্জলা হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার ১৫ টি জলের গাড়ি পাঠাল কলকাতা  পুরসভা। যতদিন না জলের সমস্যা মিটছে ততদিন হাওড়ায়  জলের গাড়ি  পাঠাবে পুরসভা। বলা বাহুল্য, বৃহস্পতিবার ভোররাতে বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ লাইন ফেটে যায়। যার ফলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে শিবপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দেয়।

এই ঘটনার পর শুরু হয়েছিল মেরামতের কাজ। বলা বাহুল্য, প্রথমে ঠিক ছিল শুক্রবার সকাল থেকে হাওড়ায় জল সরবারহ করা হবে। তবে এদিন আচমকাই ফের নতুন করে ধস নামে ওই এলাকায়। যার জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় মেরামতির কাজ।   কত লাগবে কাজ শেষ করতে তা এখন জানা যায়নি। তাতেই কার্যত চিন্তার মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনা প্রসঙ্গে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘ দ্রুত পাইপ মেরামত করা হবে। মানুষ যাতে সমস্যায় না পড়েন, তাই অতিরিক্ত জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। ‘ ইতিমধ্যেই অতিরিক্ত জলের গাড়ি পাঠান হয়েছে হাওড়ায়।

 

Related Articles