হাওড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত সেবা সংঘের এক সন্ন্যাসী সহ আরও ২
Horrific road accident in Howrah, 2 others including a Seva Sangha monk dead

Truth Of Bengal: হাওড়া জেলার বাগনান লাইব্রেরি মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে রবিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারত সেবা সংঘের এক সন্ন্যাসী-সহ আরও দু’জন। আহত হয়েছেন আরও পাঁচজন।
সূত্রের খবর, কলকাতার বালিগঞ্জে অবস্থিত ভারত সেবা সংঘ থেকে একটি ম্যাটাডর গাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ম্যাটাডরটিতে ছিলেন, সংঘের একাধিক সদস্যরা। রাত আনুমানিক ৮টা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশের লেনে চলে যায় সেটি। ঠিক সেই সময় হাওড়ার দিক থেকে আসা একটি বালি বোঝাই লরি দ্রুতগতিতে এসে ম্যাটাডরটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি প্রাইভেট গাড়িও ম্যাটাডরের পেছনে ধাক্কা মারে।
প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রথমে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ভারত সেবা সংঘের সন্ন্যাসী স্বামী সুভাষ মহারাজ এবং সংঘের আরও এক কর্মী। তাঁদের দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ম্যাটাডর এবং প্রাইভেট গাড়ির যাত্রীরা। তাঁদের মধ্যে কয়েকজন মাথায় ও শরীরের নানান জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। যানজট নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। এরপর ওই মৃতদেহ দুটিকে উলুবেড়িয়া মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ম্যাটাডর চালক সম্ভবত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন অথবা গাড়ির ব্রেক ফেল করেছিল। ফলে তিনি নিয়ন্ত্রণ হারান। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই জাতীয় সড়কে রাতের বেলায় তীব্র গতিতে লরি চলাচল করে এবং বারবার দুর্ঘটনা ঘটে। সেই বিষয়ে কোনো তদারকি নেই বললেই চলে। তারা দ্রুত এই অঞ্চলে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। ভারত সেবা সংঘের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। সংঘের এক মুখপাত্র জানান, ‘‘আমরা অত্যন্ত শোকাহত। স্বামী সুভাষ মহারাজ অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন।
তাঁর মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি। আমরা আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করছি।’’ এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল। প্রশাসনের পক্ষ থেকে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার।