রাজ্যের খবর

সবুজায়ন বৃদ্ধি করে পরিবেশ রক্ষার বার্তা, গাছের ডালে রাখী বেঁধে পালন রাখীবন্ধন উৎসব

Greening increases the message of environmental protection

Truth Of Bengal : উত্তর দিনাজপুর : সত্যেন মহন্তঃকালিয়াগঞ্জ : বসতি গড়ে তুলতে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। ধীরে ধীরে কমছে গাছের সংখ্যা।পরিবেশ রক্ষাতে গাছকে বাঁচাতে এবার এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিশ্বদেব মঠের পড়ুয়ারা। সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার বার্তা জোরালো করতে গাছের ডালে রাখী বেঁধে মঙ্গলবার কালিয়াগঞ্জের বিশ্বদেব মহাতীর্থ ধামে রাখীবন্ধন উৎসব উদযাপন করা হল। এদিন ধনকৈল নসিরহাট এলাকায় বিশ্বদেব মঠের পাঠশালার পড়ুয়া এবং শিক্ষিকাদের নিয়ে এই রাখীবন্ধন উৎসব হয়। মঠের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দ মহারাজের নেতৃত্বে এই রাখীবন্ধন উৎসব পালন করা হয়।

বিশ্বদেব মঠের পড়ুয়াদের কথায়, দাদা- ভাইদের রাখী বাঁধলে তাঁরা যেমন আমাদের রক্ষা করেন ৷ তেমনই, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে গাছ, এই জন্যই গাছকে রাখী বেঁধে অরণ্য বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম।অভিনব এই রাখীবন্ধন উৎসব প্রসঙ্গে, বিশ্বদেব মঠের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দ মহারাজ বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং গাছের ভূমিকা তুলে ধরতেই এই উদ্যোগ। যে প্রকৃতির উপর নির্ভর করে জীবজগত বেঁচে রয়েছে। ভবিষ্যতের স্বার্থে এই প্রকৃতিকে মজবুত করতে সারা বিশ্ব গাছের সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তাই বৃক্ষরোপণের সঙ্গেই গাছকে প্রিয়জন মনে করে ডালে রাখী বেঁধে রাখীবন্ধন উৎসব পালন করা হল। এদিন অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দ মহারাজ আরও বলেন”আমাদের মূল লক্ষ্যই গাছ বাঁচানো। এক একটি গাছে রাখী বেঁধে, তারা গাছটি ধরে ভাইয়ের টান অনুভব করছেন। গাছে রাখী বেঁধে গাছ বাঁচানোর শপথ নেন বিশ্বদেব মঠের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দ মহারাজ সহ মঠের কচিকাঁচা পড়ুয়ারা।

Related Articles