রাজ্যের খবর

খোলা বাজারে বিকোচ্ছে অনুদানের সরকারি ত্রিপল, কারন জানলে চমকাবেন আপনিও

Government tarpaulins are being sold in the open market, you will be surprised to know the reason

Truth Of Bengal: মালদা:- বানভাসিদের জন্য সরকারি ত্রাণ এবং ত্রিপল লাগাতার দিয়ে চলেছে জেলা প্রশাসন। অথচ অভিযোগ উঠছে, মানিকচক ব্লকের বন্যা কবলিত ভুতনি এলাকার ত্রাণের দেওয়া সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে বাজারে! একাংশ বানভাসিরাই সুযোগ বুঝে এক নামে একাধিক ত্রিপল নিয়েই খোলা বাজারে বিক্রি করছে বলেই অভিযোগ তোলা হয়েছে।

সোমবার কালিয়াচক ৩ ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দেওনাপুর এলাকায় সরকারি ত্রিপল বিক্রি করতে এসেই হাতেনাতে ধরা পড়ে যায় এক যুবক। এরপর গ্রামবাসীরা ওই যুবককে বেশ কিছুক্ষণ আটকে রাখে। তার কাছে মোটরবাইকে ভর্তি কমপক্ষে সরকারি লোগো দেওয়া বেশ কিছু ত্রিপল উদ্ধার হয়। যার মধ্যে বিশ্ব বাংলা ও রাজ্য সরকারের সিম্বল দেওয়া রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ত্রিপল বিক্রেতা ওই যুবককে চাপ দিতেই গ্রামবাসীদের সামনে সে বলে ফেলে এগুলি বন্যা কবলিত ভূতনির বানভাসিরা বিক্রি করেছেন। আর সেগুলোই সস্তায় কিনেই বিভিন্ন প্রান্তে হাটে ও বাজারে তারা বিক্রি করছেন।

এদিন দেওনাপুর এলাকার এক গ্রামবাসী সাবেয়া বেগম বলেন, পাশের গ্রামের এক যুবক মোটরবাইকে অনেক ত্রিপল নিয়ে এসে বাজারে বিক্রি করছিল। আমি সেখান থেকে ৩০০ টাকা দিয়ে একটি ত্রিপল কিনেছি। সেই ত্রিপলে পশ্চিমবঙ্গ সরকারের লোগো  দেওয়া রয়েছে। তবে এলাকারই কিছু মানুষ ওই ত্রিপল বিক্রেতাকে হাতেনাতে ধরে ফেলে।

Related Articles