রাজ্যের খবর

তপনে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়

Girl's hanging body recovered in Tapan, Chanchalya area

Truth Of Bengal: বালুরঘাটের তপনে কিশোরীর রহস্য মৃত্যু। বাড়ির অদূরেই উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ। সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূর থেকে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত দেহ। দেহের পাশেই পড়েছিল তার মোবাইল। কিন্তু কী কারনে এই মৃত্যু তার খতিয়ে দেখুক পুলিশ, গ্রামবাসীরা এমনই জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের তপনে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

তপন থানার পূর্ব বাসুরিয়া এলাকার এক ধানের ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে ১৬ বছরের ওই নাবালিকা এলিনা সরেনের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তেলিপুকুরের বাসিন্দা এলিনা বাড়ির পাশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। তারপর রাত বাড়তে শুরু করলেও বাড়ি ফেরেন না নাবালিকা, এরপর খোঁজ শুরু করে পরিবারের লোকজন।

Related Articles