
The Truth of Bengal: পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার পৌর ভবনের পাশে ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাসের বায়োমেট্রিক করাতে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়েছেন মহিলারা। কেউ সদ্যোজাতকে কোলে করেই ২০ কিলোমিটার দূর থেকে এসেছেন বায়োমেট্রিক করাতে। গ্রামের মহিলাদের অভিযোগ, তাদের কাছে খবর আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত বায়োমেট্রিক করাতে হবে। তা না হলে হয়তো গ্যাস পাবে না। তাই সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন তারা।
গ্যাসের লাইনে থাকা মানুষের আরও অভিযোগ, কেউ বলছেন তাকে গ্যাস দেয়া হয়নি তার আধার লিঙ্ক হয়নি বলে। কোন বয়স্ক মানুষের আবার অভিযোগ তিনি যেই অফিস থেকে গ্যাস নিয়েছেন সেখানেই করাতে হবে বায়োমেট্রিক তাই আসতে হয়েছে বহুদূর থেকে।
গ্যাসের বায়োমেট্রিক নিয়ে হয়রানির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা। তারা জানান, শীতের সকালে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর।
এ বিষয়ে ইন্ডিয়ান গ্যাসের কর্মকর্তারা জানান, বায়োমেট্রিক করাটা একটি প্রয়োজনীয় প্রক্রিয়া। তাই সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক করাতে হবে।