ম্যানগ্রোভের সঙ্গে বন্ধুত্বের অনুষ্ঠান,ভাইফোঁটায় পরিবেশ রক্ষার অঙ্গীকার
Friendship ceremony with mangroves, pledge to protect environment in Baiphonta

Truth of Bengal: ভাতৃদ্বিতীয়ায় মানবসমাজের সঙ্গে অরণ্যসভ্যতার এক অনন্য সম্পর্ক গড়ার চেষ্টা হয়। যার পোশাকি নাম সই বা বন্ধুত্ব পাতানো। সুন্দরবনের সাগরদ্বীপের বাহিরপ্লটে দেখা যায় মহিলারা ম্যানগ্রোভ গাছে রঙিন বনফুলের মালা আর চন্দনের ফোঁটা দেন। মুড়িগঙ্গা নদীর তীরে পরিবেশ সচেতনতার সেই অন্যরকম আবহ নজরে আসে। ভ্রাতৃদ্বিতীয়ার দিন সাতসকালে চন্দনের ফোঁটা দিয়ে, কোলাকুলি, আলিঙ্গন করে ম্যানগ্রোভ গাছের সঙ্গে সই বা বন্ধুত্ব পাতালেন কয়েক’শ মহিলা।
রবিবার এই পরিবেশ সচেতনতা বিষয়ক অনুষ্ঠান হয়ে গেল দক্ষিণ সাগরদ্বীপের বাহিরপ্লট গ্রামে। মহিলারা ম্যানগ্রোভ সংরক্ষণ এবং সচেতনতা বিষয়ক লেখা একাধিক পোস্টার হাতে নিয়ে মুড়িগঙ্গা নদীর তীরে মিছিল করেন। সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরে পাড়ার শিশু ও কচিকাঁচারা হাজির হয় তাদের মা-মাসি-পিসিদের সঙ্গে। ভাইফোঁটার উপাচার নিয়ে খুব সকালে মহিলারা উপস্থিত হয়েছিলেন সেখানে।
পরে নদীর চরে নেমে জোয়ারের জলে দাঁড়িয়ে একটি বিশাল বাইন গাছকে নতুন শাড়ি পরিয়ে রঙিন বনফুলের মালা আর চন্দনের ফোঁটা দেন মহিলারা। সবুজায়নের জয়গান গেয়ে তাঁরা সুর তোলেন,, ‘ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই’। ম্যানগ্রোভ রক্ষার অঙ্গীকার করে সবাই পরস্পরের হাতেহাত ধরে গাছকে প্রদক্ষিণ করে। সমবেত সঙ্গীতে তুলে ধরা হয়, ‘তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা সই হয়ে থাকবি, সই কথার মর্যাদাটা রাখবি।
‘ঘটনার সময় দূর থেকে পাখির সুরেলা কন্ঠও ভেসে আসছিল। জোয়ারের জলে দাঁড়িয়ে নাচে -গানে মহিলাদের গাছের সঙ্গে ‘সই পাতানো’র এই অনুষ্ঠান সত্যিই অনবদ্য বলা যায়। মহিলাদের নিজস্ব চিন্তা ভাবনার এই অভিনব অনুষ্ঠান দেখতে নদী সংলগ্ন গ্রাম ও আশপাশ এলাকার অসংখ্য মানুষ নদীর পাড়ে ভিড় করেন। নদীর চরে ম্যানগ্রোভের প্রাচীর গড়া এবং রক্ষা করতে মহিলাদের অদম্য চেষ্টা অভিভূত করেছে পরিবেশবিদদের।
সাগরদ্বীপকে ভাঙনের হাত থেকে বাঁচাতে নদীর চরে আরও বেশি ম্যানগ্রোভ রোপন করার পরামর্শ দিয়েছেন প্রবীণরা। সুন্দরবনের মহিলাদের বিশ্বাস, মানুষের চেয়ে এই গাছ তাঁদের কাছে অনেক প্রিয়, সেই কারণেই ম্যানগ্রোভার সাথে ‘সই’ পাতিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ‘বেঙ্গল চেম্বার অব কমার্স’ নামে একটি বে -সরকারি সংস্থার উদ্যোগে সাগরদ্বীপ একটি বেসরকারি কলেজে ‘ম্যানগ্রোভ সংরক্ষণ বিষয়ক’ তিন মাসের একটি প্রশিক্ষণ শিবির চলছে। সেই সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। উদ্যোক্তারা বলেন, ‘সুন্দরবনকে বাঁচাতে সাগরদ্বীপ-সহ ১১ টি ব্লকে ম্যানগ্রোভ গাছ রোপন এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানগ্রোভ প্রাচীর গড়লে সুন্দরবনকে ঝড়ঝঞ্জা থেকে রক্ষা করা যাবে বলে বিশেষজ্ঞদের অভিমত।