রাজ্যের খবর

গঙ্গাসাগরে রাস্তার শিলন্যাস, মন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে খুশি গ্রামবাসী

Foundation stone of road laid in Gangasagar, villagers happy with minister's promise fulfilled

Truth Of Bengal: সৌরভ নস্কর, গঙ্গাসাগর – দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা অবশেষে সংস্কারের পথে। কথা রেখেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, খুশিতে আত্মহারা এলাকার সাধারণ মানুষ। বহুদিন ধরেই গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের কচুবেড়িয়া আশ্রম মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত রাস্তার করুণ অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল গ্রামবাসীদের।

বর্ষাকালে কাদায় ভরা এই রাস্তায় হাঁটাচলা তো দূরের কথা, গাড়ি চলাচল একপ্রকার বন্ধই ছিল। ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত, রোগী পরিবহণ — সবই হয়ে উঠেছিল দুর্বিষহ। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। শেষমেশ, সরাসরি বিষয়টি জানানো হয় সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে। তিনি তৎক্ষণাৎ এলাকাবাসীকে আশ্বস্ত করেন এবং উদ্যোগ নেন রাস্তা সংস্কারের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় ২৬৯০ মিটার দীর্ঘ কংক্রিটের রাস্তাটির নির্মাণকাজের শুভ শিলান্যাস করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা, প্রধান, উপপ্রধানসহ পঞ্চায়েতের একাধিক প্রতিনিধি।

এই রাস্তা নির্মাণ শুধুমাত্র যাতায়াতের সুবিধা নয়, এলাকার সার্বিক উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় এখন উৎসবের আবহ। এই উন্নয়নমূলক পদক্ষেপ এলাকার মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলেই আশা করছে প্রশাসন।

Related Articles