রাজ্যের খবর

বইছে রক্তগঙ্গা! ভোটের মুখে শ্রীরামপুরের ঘটনায় শোকাহত সকলে

Flowing blood river! Everyone is saddened by the incident of Srirampur in the face of voting

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী :  শ্রীরামপুর বাঙ্গীহাটিতে পথ ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত ৩ গুরুতর আহত দুই । শ্রীরামপুর থেকে ডানকুনির দিকে আসার পথে, দিল্লি রোডের উপর ভূষণ স্টিল কারখানার সামনে একটি টোটোকে পিছন দিক থেকে ধাক্কা মারে, কলকাতা গামী একটি ট্রাক । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা । চরম উত্তেজনা ছড়ায় দিল্লী রোড বাঙ্গিহাটি এলাকায়। ঘটনার জেরে  দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ দিল্লি রোড। পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশ বাহিনী।

মৃত লক্ষ্মী সিং(৪০)
মৃত ঋতিকা সিং(১৬)
মৃত সেখ হাসমত আলি(২৮) টোটো চালক।

আহত নিধি সিং(৯)
কলকাতার হাসপাতালে ভর্তি।

ভূষন স্টিল কারখানার চিকিৎসক রমেশ সিং এর শ্যালিকা লক্ষ্মী ও তার মেয়ে ঋতিকা। নিধি রমেশ সিং এর মেয়ে।
বাঙ্গীহাটিতে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। সেখান থেকে কোন্নগরে ফেরার জন্য টোটোয় চাপে। কোন্নগর পুরসভার দশ নম্বর ওয়ার্ড আনন্দম মোরে তাদের বাড়ি।

Related Articles