পানিহাটির পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ, কড়া সিদ্ধান্ত ফিরহাদের
Firhad orders Panihati municipal chief to resign

Truth Of Bengal: রাজ্যে বেআইনি কাজ বা বেনিয়ম দেখলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রং না দেখেই কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করেন না। যারজন্য তৃণমূল কংগ্রেসের বহু পুরপ্রধানকেও পদ ছাড়তে হয়।এরমাঝে পানিহাটি পুরসভার অন্তগর্ত অমরাবতী মাঠকে কেন্দ্র করে বিতর্ক বাঁধে।
প্রায় ৮৫ বিঘার মাঠটি সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব চিলড্রেন ইন ইন্ডিয়া নামে এক সংস্থার নামে রয়েছে। অভিযোগ ওঠে, মাঠের জমি বিক্রি করে দেওয়া হচ্ছে।জন- অসন্তোষ বাড়ায় অমরাবতী ইস্যু সরগরম করে তোলে।তাই রাজনীতি নির্বিশেষে মানুষের কথা মাথায় রেখে পুরপ্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম পানীহাটির পুরপ্রধান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দেন বলে জানা যায়। ফলে স্পষ্ট হয়,পরিবর্তন হতে পারে পানিহাটি পুরসভার চেয়ারম্যান। তৃনমুলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তেই এই রদবদল বলে দলীয় সুত্রের খবর। পানিহাটির মানুষের বৃহত্তর স্বার্থে তৃণমূল সুপ্রিমো এই ভূমিকা পালন করায় সবমহলই সন্তুষ্ট।
প্রকৃতি –পরিবেশ রক্ষায় বরাবরই রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে।জলাশয় বুজিয়ে দেওয়া হোক বা খেলার মাঠের চরিত্র নষ্ট করার অভিযোগ উঠুক,সবক্ষেত্রেই রাজনীতির উর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধর্ম পালন আসলে বাংলার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে বলে পানীহাটির মানুষ মনে করছেন। পানীহাটির পুরসভার প্রধানকে সরিয়ে দেওয়ার এই নির্দেশ রাজ্য প্রশাসন সম্পর্কে মানুষের আস্থা বাড়াবে বলেও অনেকের অভিমত।