রাজ্যের খবর

নদীয়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত ১

Firearms recovered in Nadia, 1 arrested

Truth Of Bengal: এবার অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান জেলা পুলিশের। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত মাঝেরচর এলাকায় টহলদারি চালাচ্ছিল পুলিশ। সেইসময় তাদের কাছে বিশেষ সূত্রে খবর আসে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় এক ব্যক্তির সম্পর্কে।

এরপর তারা গোপন অভিযান শুরু করে। সেই অভিযানে তারা এক ব্যক্তির কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে। সাথে তাকে গ্রেফতার করা হয়।

নিজস্ব চিত্র

এরপর এদিন রাতে অভিযুক্তের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়। বুধবার ওই ব্যক্তিকে নির্দিষ্ট মামালার ভিত্তিতে আদালতে তোলা হয়। অন্যদিকে প্রশ্ন উঠছে এটাই যে ওই ব্যক্তির কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এল। তাই সেই নিয়ে তদন্ত চালাচ্ছে কল্যাণী থানার পুলিশ।

নিজস্ব চিত্র

Related Articles