পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে খাক লক্ষাধিক টাকার পাট
Fire breaks out in jute godown, jute worth lakhs of rupees burnt

Truth Of Bengal: গোডাউন থেকে পাটের গাট বের করার সময় রাস্তার ইলেকট্রিকের তারের সাথে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া করপাড়া মোড়ে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে স্থানীয় একটি পাট গোডাউন থেকে পাট বের করার সময় ইলেকট্রিক তারের সাথে বেঁধে যায় পাটের গাট। তখনই দুই তারের সংঘর্ষের ফলে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে একের পর এক পাটের গাটে আগুন ধরতে শুরু করে।
আগুন লাগার ঘটনা চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নিজেরা আগুন নেভাতে চেষ্টা করে। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করলে আগুন আয়ত্তে আনতে পারেনি তারা। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানি বা তেমন ক্ষয়ক্ষতি না হলেও গোডাউনের সমস্ত পাট পুড়ে যায়। প্রায় লক্ষাধিক টাকার বেশি পাট পুড়ে গিয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।