প্রতারণার অভিযোগে মায়াপুরে গ্রেফতার দুই কৃষ্ণ ভক্ত বাবা- ছেলে
Father, son arrested for cheating two Krishna devotees in Mayapur

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: ফ্লাট বাড়ি কেনার নামে দেড় কোটি টাকার প্রতারণা।নদিয়ার মায়াপুর থেকে দুই কৃষ্ণ ভক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত দুই জনের নাম অরবিন্দ ধর ও তার ছেলে প্রান্ত ধর। দুই অভিযুক্তকে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ।
পাশাপাশি তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে খবর,নবদ্বীপ থানার মায়াপুর গৌরনগর কালভার্ট এলাকার বাসিন্দা কৃষ্ণ ভক্ত মানিক মন্ডলের একটি ছ তলার ফ্ল্যাট বাড়ি সামান্য কিছু টাকা দিয়ে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ধৃত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ওই ফ্লাট বাড়িটি হাতিয়ে নিয়ে আসল মালিক মানিক মন্ডল ও তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়।
পরবর্তীকালে বহুবার পাওনা টাকা চাইতে গিয়ে অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের কাছে চরম হেনস্থা হতে হয় ফ্ল্যাটের মূল মালিক মানিক মন্ডলকে। এরপর থেকে মানিক মন্ডল ও তার শিশু সন্তান নিয়ে মায়াপুরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। অবশেষে সুবিচার পেতে গত ২৯ মার্চ নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে আদিন দুই অভিযুক্তকে গ্রেফতার করে নবদ্বীপ থানার অন্তর্গত মায়াপুর ফাঁড়ির পুলিশ। শনিবার ধৃতদের তোলা হয় নবদ্বীপ আদালতে।