রাজ্যের খবর

ফের উলুবেড়িয়ায় বিস্ফোরণ! বাড়িতেই তৈরি বাজির কারখানা, আটক বাড়িমালিক

Explosion again in Uluberia! Home-made firecracker factory, homeowner arrested

Bangla Jago Desk: হাওড়ার উলুবেড়িয়ায় এক বাড়িতে বাজির বিস্ফোরণ। স্থানীয়দের দাবি, বেআইনি বাজি তৈরি করে এখানেই মজুত করা হয়েছিল বলে। শনিবার মধ্যরাতে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া গ্রামের একটি বাড়িতে ভয়াবহ এই বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। এই বিস্ফোরণের জেরে জানলা-দরজা ভেঙে গিয়েছে, দেওয়ালে ফাটলও ধরেছে। পাশে থাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বাড়ির মালিককে আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। দিন দুই আগে শুক্রবার উলুবেড়িয়ার বাজারপাড়ায় আতসবাজি নিয়ে খেলার সময়, আগুনে ঝলসে প্রাণ হারিয়েছে ৩ শিশু। সে ঘটনায় এখনও অগ্নিদগ্ধ হয়ে MR বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন এক তরুণী। এবার দেড় কিলোমিটার দূরে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া গ্রামে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটল।

এখন প্রশ্ন উঠছে এভাবে কিভাবে জনবসতি পূর্ণ এলাকায় বাজি তৈরি হতে পারে? এই দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে এই ঘটনায় বাড়ির মালিককে আটক করা হয়েছে। ওই বাড়িতে বিপুল পরিমাণ বাজি ও বাজির মশলা মজুত রাখা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। তার ফলে কোন কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের সুপার স্বাতী ভাঙালিয়া।

Related Articles