রাজ্যের খবর

এটিএম প্রতারণা চক্রের শিকার প্রাক্তন ব্যাংক কর্মী

Ex-bank employee victim of ATM fraud scam

The Truth of Bengal: হিন্দমোটর ঘোষ পাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী রামকৃষ্ণ গায়েনকে এটিএম প্রতারণায় প্রতারিত করা হয়েছে। আজ দুপুর ১২ টা নাগাদ ঘোষ পাড়া মোড়ে জিটি রোডের পাশে ব্যাংকের শাখার এটিএমে টাকা তুলতে যান তিনি।প্রথমে তিনি ওই শাখার এটিএম কাউন্টারে এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় দেখেন যে ওই এটিএম মেশিন থেকে টাকা উঠছেনা। তিনি ভাবেন যান্ত্রিক কোনো গোলযোগ আছে। এই ভেবে তিনি চলে আসার কথা ভাবেন।

কিন্তু সেই সময় একজন অচেনা ব্যাক্তি ওই এটিএমের সামনে আসেন এসে জিজ্ঞাসা করেন টাকা কি তোলা যাচ্ছে? উত্তরে প্রাক্তন ব্যাংক কর্মী জানান না টাকা তোলা যাচ্ছে না। সেই সময় ওই ব্যাক্তি জানান আমি এই মাত্র টাকা তুললাম। আবারও এটিএম থেকে টাকা তোলার জন্য বলেন।পুনরায় টাকা তোলার সময় এটিএম কার্ড টিকে বদল করে নেন প্রতারকরা। বাড়ি ফিরে আসার পর দেখেন মোবাইল ফোনে একাধিক মেসেজ আস্তে শুরু করে। যা কিনা ১ ঘন্টার মধ্যে ৩৭ হাজার ৫০০ টাকা তুলে নেয় প্রতারকরা।

প্রাক্তন ব্যাংক কর্মী উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানান এবং ব্যাংক বন্ধ থাকায় আত্মীয়র দ্বারা ব্যাংকের এটিএম কার্ড টি বন্ধ করে।প্রসঙ্গতভাবে দুদিন আগেই উত্তর পাড়ার বাসিন্দা ক্যাগ কর্মীর ৫ লক্ষ্য ৫০ হাজার টাকা প্রতারিত হন। তার রেশ কাটতে না কাটতেই আবারো এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যেভাবে এই প্রতারণা চক্র বাড়বাড়ন্ত শুরু হয়েছে জেলা জুড়ে তাতে করে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে মানুষের মনে। তবে এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

Related Articles