রাজ্যের খবর

খাবারের সন্ধানে লোকালয়ে হাতি, চাঞ্চল্য ফয়রানিজোত এলাকায়

Elephants in search of food, excitement in Fairanijot area

Truth Of Bengal: শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত গোসাইপুরের ফয়রানিজোত এলাকায় খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল একটি হাতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে স্থানীয়রা প্রথমে ওই এলাকার চা বাগানের মধ্যে হাতিটিকে দেখতে পান।

এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। এরপর গোটা এলাকা বন কর্মীরা মুরে ফেলেন। অপরদিকে হাতির খবর পেয়ে হাতি দেখতে ভিড় জমাতে থাকেন সাধারণ মানুষ যার কারণে সেটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে বন কর্মীদের।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে হাতির খবর পেয়ে গোটা এলাকায় বনকর্মীরা রয়েছেন। তবে এই মুহূর্তে হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হচ্ছে না। তার কারণ এলাকায় জনবসতি রয়েছে এর পাশাপাশি সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন হাতিটিকে দেখতে। যদিও হাতিটিকে সন্ধ্যার পর পরই হাতিটিকে জঙ্গলে ফেরানো হবে।

তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণ বন কর্মীরা হাতির উপর নজরদারি চালাচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঝে মধ্যেই লোকালয়ে হাতি ঢুকে পড়ছে খাবারের সন্ধানে।

এর ফলে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। তাদের দাবি এদিন যে হাতিটি আটকে রয়েছে তাকে দ্রুত জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হোক বনদপ্তরের তরফ থেকে।

Related Articles