রাজ্যের খবর
সেতুর নীচে পড়ে ডিমের কার্টুন, খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের
Egg carton falls under bridge, police are shocked to open it

Truth Of Bengal: আলিপুরদুয়ার: সেতুর নীচে পড়ে রয়েছে ডিমের কার্টুন। আর সেই কার্টুন খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। কার্টুন থেকে উদ্ধার হল প্রচুর পরিমান নিষিদ্ধ কফ শিরাপ।
ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার মেন্দাবাড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে ভাণ্ডানি সেতুর নীচে অভিযান চালায় পুলিশ। ভাণ্ডানি সেতু নীচে পড়েছিল বেশ কয়েকটি ডিমের কার্টুন।
সেই কার্টুনের ভেতর থেকে উদ্ধার হয় ৮২৫ বোতল নিষিদ্ধ কফ শিরাপ। পুলিশের অনুমান, এই কফ শিরাপগুলো পাচার করার উদ্দেশ্যে এই সেতুর নীচে রাখা হয়েছিল। কিন্তু কোথা থেকে এই কফ শিরাপগুলো এসেছে তা এখনও জানা যায়নি। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।