রাজ্যের খবর
Trending

পড়াশোনায় আগ্রহী করতে বাড়তি উদ্যোগ শিক্ষাদফতরের, দেশের তুলনায় কমেছে বাংলায় ড্রপ আউট বা স্কুলছুট সংখ্যা …

Education Department's additional initiative to interest in education, compared to the country,

The Truth OF Bengal: শিখতেই হবে লেখাপড়া। অনিহা ছেড়ে  বাড়াতে হবে কালী-কলমের জগতের প্রতি আগ্রহ ।এই ডাক আরও জোরদার করছে রাজ্য সরকার। দেওয়া হচ্ছে বই,জুতো,জামা।মিলছে কন্যাশ্রী-রূপশ্রী-ঐক্যশ্রী প্রকল্পে অনুদান। তবুও যারা শিক্ষার আঙিনার বাইরে আছে তাদের পড়াশোনায় আগ্রহী করতে বাড়তি উদ্যোগ নিচ্ছে শিক্ষাদফতর। মন্ত্রী গোলাম রবান্নি রাজ্যের অবস্থান জোরালো করার কথা স্পষ্ট করেছেন।

সত্যিই এখন স্কুলে আনন্দপাঠের নানা উপকরণ যুক্ত হয়েছে।পড়ুয়ারা হাসিখুশি ভাবে পড়তে পারে।বই,জামা,জুতো থেকে মিডডেমিল,সবই দেওয়া হয়।কন্যাশ্রী,রূপশ্রী,ঐক্যশ্রীর মতো প্রকল্প  পড়ুয়াদের আগ্রহও বাড়াচ্ছে।তাই সারা দেশে ড্রপ আউট বাড়লেও বাংলায় ড্রপ আউট বা স্কুলছুট কমছে।

  •  ২বছরে ড্রপআউট ৪ থেকে বেড়ে ৫.৫শতাংশ হয়েছে
  •  সারাদেশে স্কুল ছুটের সংখ্যা বেড়েই  চলেছে
  • ১৫-১৬ বছর বয়সীদের  ড্রপআউট কমেছে ৫০শতাংশ
  • রাজ্যে স্কুলছুটের হার দারুণভাবে কমছে
  • ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ড্রপআউট ছিল ২২শতাংশ
  • ২০২১-২২ শিক্ষাবর্ষে স্কুলগুলিতে  ড্রপআউট কমে দাঁড়িয়েছে   ১৪.৯ শতাংশ

কেউ কেউ বলছেন, যাঁরা শিক্ষিত বাবা –মা তাঁরা  সচেতনভাবেই পড়াশোনায় আগ্রহী করে তোলে পড়ুয়াদের।কিন্তু যাঁরা ফার্স্ট জেনারেশন লার্নার,তাঁদের একটু শিক্ষাঙ্গনে আনতে বেগ পেতে হয়। তাই প্রচার বাড়ানোর ওপর জোর দিলেন মন্ত্রী গোলাম রব্বানি।

গোয়ালপোখর-১ নম্বর ব্লকের   ভেলাগাছি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের  উদ্বোধনী অনুষ্ঠানে সবমহলকেই শিক্ষার প্রসারে সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন তিনি।অভিভাবকরাও সহযোগিতা করছে।

Free Access

Related Articles