
The Truth of Bengal: এক কোম্পানির বাহিনী নিয়ে সকাল সকাল শেখ শাহজাহানের বাড়িতে অভিযান ইডির। পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নিয়ে অভিযানে নেমেছেন কেন্দ্রীয় সংস্থা। চলতি মাসের ৫ তারিখ অর্থাৎ ৫ই জানুয়ারি কলকাতা থেকে সকাল সকাল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি অভিযানে রওনা দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা তারপর কেন্দ্রীয় বাহিনীর সহ ইডির ওপর হামলা হয়েছিল ইডি আধিকারিকদের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল আর হামলার পর কার্যত পিছু হটে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হওয়ার পাশাপাশি দেশের রাজনীতিতেও ঝড় তুলেছিল। যদিও অধরাই রয়ে গেলেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহাজান। পূর্বের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দীর্ঘ উনিশ দিন পর এক কোম্পানির বাহিনী নিয়ে সাতসকালে শাহজাহানের দুয়ারে ইডি। স্থানীয় দুই বাসিন্দা কে সার্চ ওয়ারেন্টে সই করিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনী একেবারে প্রস্তুতি নিয়ে পথে নেমেছে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এবার রয়েছে ঢাল লাঠি এবং কাঁদানে গ্যাস।
পরিস্থিতি যদি পূর্বের মতো হয় তাহলে সাথে সাথে নিয়ন্ত্রণে আনার সমস্ত প্রক্রিয়া এবং ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। পাশাপাশি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান এবং তালা ভাঙ্গা সমস্ত প্রক্রিয়াই ভিডিও অভিযানের সমস্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে ইডি আধিকারিকদের পক্ষ থেকে। এখনো পর্যন্ত দু’ঘণ্টা পার হয়ে গেলেও শেখ শাহজাহানের একতলার ঘরের কোন গুরুত্বপূর্ণ নথি ইডির আধিকারিকরা পাননি । শুরু হয়েছে দোতালার চারটি ঘরে তল্লাশি।