
Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সীমাবাদ এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত এক গাড়ির চালক। মৃত ওই ব্যাক্তির নাম গুণধর মণ্ডল।
জানা যায়, মন্দির বাজার থানার বিষ্ণুপুর থেকে চারজনকে নিয়ে স্করপিও নামক একটি গাড়ি বকখালিতে বেড়াতে যাচ্ছিল। অন্যদিকে একটি মাদার ডেয়ারির দুধের বড় গাড়ি দাঁড়িয়ে ছিল। সেইসময় কাকদ্বীপের সীমাবাদ এলাকায় দ্রুত গতিতে ছুটে যাওয়া গাড়িটি দাঁড়িয়ে থাকা ওই দুধের গাড়িতে ধাক্কা মারে। সেই ধাক্কাতে স্করপিও গাড়িটি দুমড়ে মুচড়ে পাশে পড়ে যায়। এরপর ওই গাড়ির মধ্যে থাকা চার আরোহী চিৎকার করায় স্থানীয় মানুষ এলাকায় ছুটে আসেন।
স্থানীয় মানুষদের সহযোগিতায় চারজনকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের ভর্তি করা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। তবে এই ঘটনায় স্করপিও গাড়ির চালক মারা যান। এরপর এই ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ আসেন। এই মুহূর্তে পুলিশ ওই চালকের মৃতদেহটি নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।