আরজি কর কাণ্ড নিয়ে “বিচার পেতে আলোর পথে” কালিয়াগঞ্জের নাট্য ও সংস্কৃতি প্রেমী মানুষেরা
Drama and culture loving people of Kaliaganj are "on the path of light to get justice" over the RG tax case

Truth Of Bengal: উত্তর দিনাজপুর, সত্যেন মহন্ত: কাজী নজরুল ইসলামের গাওয়া গান কারারই লৌহ কপাট দিয়ে গান গেয়ে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন কালিয়াগঞ্জের প্রতিবাদী নারী-পুরুষেরা। এদিন লেখক, শিল্পী, সাহিত্যিক, কবি, বাচিক শিল্পী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা আরজিকরের বিচার দাবি করেন। “বিচার পেতে আলোর পথে”, আরজিকর কাণ্ডের প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার রাতে পথে নামল কালিয়াগঞ্জের নাট্য ও সংস্কৃতি প্রেমী মানুষজন।
নাট্য ও সংস্কৃতি প্রেমী মানুষের স্লোগান ছিল” বিচার যত পিছবে লড়াই তত এগোবে, কালিয়াগঞ্জ শিল্পী সমাজের একটাই স্বর জাস্টিস ফর আর জি কর।। রাত ১২ টায় জাতীয় সংগীতকে সাক্ষী রেখে তিলোত্তমা বিচারের দাবিতে কালিয়াগঞ্জের নাট্য ও সংস্কৃতি প্রেমী মানুষেরা রাজ পথে নামল। এদিন কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে নাচ,গান আবৃত্তি, ছবি আকাঁ এবং পথ নাটকীয়র মাধ্যমে প্রতিবাদ জানান। রাত্রি ১২ টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে। তবে এই জাতীয় আন্দোলন যে অপরাধীদের বুকের ঝুকপুকুনি কয়েকশো গুন বাড়াবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।