মালদার ইংরেজ বাজারে জোড়া খুন, চাঞ্চল্য এলাকায়
Malda English market double murder, Chanchalya area

The Truth Of Bengal: মালদায় ফের গলা কেটে খুন। আজ সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার পাতালচন্ডি এলাকার।
মৃত ব্যক্তির নাম সুর রহমান। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়। জানা যায় ইংলিশ বাজারের পাতাল চন্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন তিনি। আজ সকালে পুকুরের পাশে আম বাগান থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি।
অন্যদিকে একই দিনে ইংলিশ বাজারের কুলি পাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃত ভাইয়ের নাম চন্দু পাসোয়ান । পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়ো ভাই বিকাশ পাসোয়ান গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। সেই সময় পাপন পাসোয়ান নামে আরেক ভাইয়ের সঙ্গে বিকাশের বিবাদ বাঁধে। দুই ভাইকে ছাড়াতে যায় চন্দু। অভিযোগ, সেই সময় বিকাশ চন্দুকে চাকু মারে। এদিকে একই দিনে ইংলিশ বাজারের জোড়া খুন হওয়ায় চাঞ্চল ছড়িয়েছে।
FREE ACCESS